কুতুব উদ্দিন মোল্লা, মথুরাপুর
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু'নম্বর ব্লকের গিলের ছাট গ্রামে।গিলের ছাট উদয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে। থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে।গিলের ছাট উদয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল বুধবার।আয়োজিত রক্তদান শিবিরে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য বর্তমানে রক্তের সংকট চলছে।মুমূর্ষু রোগীরা রক্তের অভাবে মরণাপন্ন।সেই সংকট মেটাতে গিলের ছাট উদয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান ক্লাব
কর্তৃপক্ষ । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ভদ্রেশ্বর বৈদ্য, সম্পাদক রাজা বৈদ্য , রাস কমিটির সভাপতি অনিল হালদার,সম্পাদক তন্ময় মন্ডল সহ একাধিক কর্মীরা।