নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার “নাসিরনগর সরকারি কলেজ” এর নতুন অধ্যক্ষ মুহাম্মদ রমজান মিয়া’র সঙ্গে অধ্যক্ষের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন নাসিরনগর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় পরিচিতি পর্ব ও চা চক্রে উপস্থিত ছিলেন
নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. আজিজুর রহমান চৌধুরী,দৈনিক সকালের সময় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির ভূঁইয়া,
দৈনিক কালবেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদ,দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শামীম আল মামুন,দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নয়ন কুমার দাস, দৈনিক বর্তমান প্রতিনিধি মো. আবদাল মিয়া,দৈনিক এই বাংলা প্রতিনিধি মো. পারভেজ ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মঈনুদ্দিন ভূঁইয়া শান্ত।
পরিচয় পর্বে জানা যায়,নাসিরনগর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মো. রমজান আলীএর আগে সিলেট জেলার “বিয়ানীবাজার সরকারি কলেজ” এর ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ(সরকারি কলেজ শাখা-২)এর এক বিজ্ঞপ্তিতে তাকে নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।