ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম
মাহফুজ হোসেন মোল্লা (২৬)।উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা মাহফুজ হোসেন মোল্লা মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।
আজ বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাছ ধরার জন্য পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি।
মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে সেচ করছিলেন মাহফুজ। একপর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে উদ্ধার করে স্থানীয়রা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।
এসআই আল হেলাল সিকদার আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।