মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জের শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলার নির্দেশ দাতা মাস্টারমাইন্ড ছিলেন গজারিয়ার সন্তান ফজিলাতুন নেসা হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ৫ই আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলেগেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ফজিলাতুন নেসা ইন্দিরা।
ফজিলাতুন নেসা ইন্দিরা গত ৪ আগস্ট শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে মাস্টারমাইন্ড ছিলেন দাতা জেলা সদরের চরাঞ্চল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,তার পুত্র সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব ও তার স্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন ও মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলার জন্য অস্ত্র-ককটেল নিয়ে শহরে প্রবেশ করেন ২-৩ হাজার দলীয় নেতাকর্মী ও অনুসারীরা।
এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় তিনটি হত্যা, দুটি হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, সার্বক্ষণিক অভিযান চেষ্টা চলছে তদন্তে প্রয়োজনীয় গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হবে।