মো: তানজিম হোসাইন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নগরের আমবাগানে পার্কের নামকরণের ঘোষণা দিয়েছেন। শেখ রাসেল শিশুপার্কটি এখন থেকে পরিচিত হবে "শহীদ ওয়াসিম পার্ক" নামে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) পার্ক পরিদর্শনকালে মেয়র জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি পার্কটি সবার জন্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন এবং পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলেন।
মেয়র চট্টগ্রামকে পর্যটন সম্ভাবনাময় শহর উল্লেখ করে বলেন, নগরবাসীর বিনোদনের সুযোগ বৃদ্ধিতে অন্যান্য পার্কও সংস্কার করা হবে। এছাড়া তিনি আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক পুনরায় চালু এবং দখলমুক্ত করে একটি মাঠকে শিশুদের খেলার উপযোগী করার ঘোষণা দেন।
উল্লেখযোগ্যভাবে, অতিরিক্ত বাণিজ্যিকীকরণের কারণে নগরীর সৌন্দর্যহানি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মেয়র বিপ্লব উদ্যানে সবুজ পার্ক পুনর্গঠনের পরিকল্পনা জানান। তিনি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তথ্য উপস্থাপনেরও প্রতিশ্রুতি দেন।
পার্ক পরিদর্শনে মেয়রের সঙ্গে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।