(লালমাই প্রতিনিধি)
লালমাই উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মৌসুমী বীজ, রাসায়নিক সার, নগদ সহায়তা বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষি অফিসের হল রুমে ২০শে নভেম্বর,২০২৪ ইং, বুধবার বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র কৃষকদের মাঝে ২০২৪-২৫ মৌসুমে রবি বোরো উফশী,বোরো হাইব্রিড, সবজি উফশী,সবজি হাইব্রিড, ভুট্টা ও সরিষা ফসল আবাদে ৮৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বীজ,সার ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহয়তা বিতরণ করা হয়।
উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন(ডিকেআইবি)লালমাই উপজেলা সভাপতি ও কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক উপসহকারী কৃষি অফিসার মোসলেহ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার (সদ্য অবসরপ্রাপ্ত) পরিমল চন্দ্র সরকার, উপসহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, মোঃ জিয়া উদ্দিন, মোঃ ফজলুল হক সহ উপজেলা উপসহকারী কৃষি অফিসারগন, উপজেলার ৯ টি ইউনিয়নের কৃষক ও কৃষাণীগন প্রমুখ।