চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে হযরত শাহসূফি অছি উল্লাহ শাহ ( রহ:) এর ৫৩ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল ২০ নভেম্বর মাজার শরীফে অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফের দিনব্যাপী আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া, দোয়া মাহফিল, মাজার শরীফে গোসল, পুষ্পমাল্য দান, মিলাদ মাহফিল, মিলাদ - কেয়াম, বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণ।
আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত পীর আলী শাহ প্রকাশ পোয়া ফকির ( ম: জি : আ:)।
ওয়াজ মাহফিলে তকরির পেশ করেন হযরত পীর আলী শাহ ফোরকানীয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ সোলাইমান, মসজিদে দেওয়ানীয়ার খতিব মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন রেজভী ( ম: জি : আ:), রাউজান দারুল ইসলাম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হযরত শাহসূফি মুফতি আবদুল্লাহ ফোরকান আলকাদেরী ( ম: জি: আ:), জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসনাত আলকাদেরী ( ম: জি : আ:), জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদরাসার ফকিহ হযরত মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী ( ম: জি: আ:)।
এসময় উপস্থিত ছিলেন মাজারের খাদেম ও আশেক মো: কুরবান আলী, ইমরান আলী, মো: তৈয়ব উদ্দিন, গোলাম হোসেন লিটন, মো : হাসান, মো : এসকান্দর মিয়া, মো : শাহ আলম, আনোয়ার হোসেন, মো: মহিউদ্দিন, মো : রানা।
মিলাদ কেয়াম শেষে বিশেষ মোনাজাতের পর তবরুক বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।