লোহাগাড়া উপজেলার আমিরাদ বটতলী স্টেশনে অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ১.৫ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার।ছাত্র আন্দোলনের পর যখন বিভিন্ন কারণে প্রশাসন দুর্বল হয়ে পড়ে এই সুযোগটা কে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু রাজনৈতিক নেতা ও অসাধু হকার আমিরাবাদ স্টেশনে সরকারি কোটি টাকার সম্পদ অবৈধ দখল করে নিয়েছে। দখল করার কারণে লোহাগাড়া শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি অপরিচন্ন নগরী রুপ নিয়েছে। দীর্ঘ দিন পর লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাছান এবং লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিয়ে কোটি টাকার সম্পদ উদ্ধার করে আমিরাবাদের ব্যবসায়ীরা বলেন এতদিন পর যৌথ বাহিনী একটা কাজের মত কাজ করেছে এতে করে পিরে এসেছে শহরের সৌন্দর্য এর সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে লোহাগাড়া শহর আমরা এতে করে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাছান এবং লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম কে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার ইউনো ইনামুল হাছান এবং লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম এবং সেনাবাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এই বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইউনো ইনামুল হাছান এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।