মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জ সদরের মিলকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরুজা আক্তার বিরুদ্ধে গত ১১-০৮-২০২২ খ্রিঃ তারিখ হতে ২৯.০৯.২০২১ইং তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
২১শে নভেম্বর বৃহস্পতিবার বেলা দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় মিলকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বরত বলে আব্দুল আলিম জানান।
ইতিপূর্বে প্রধান শিক্ষক মিলকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহবুবা আক্তার একটি লিখিত তথ্য সুত্রে জানাগেছে, এই মর্মে উপজেলা শিক্ষা অফিস, সদর, মুন্সিগঞ্জকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মিলকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফরোজা বেগম গত ১১-০৮-২০২২ খ্রিঃ তারিখ হতে ২৯.০৯.২০২১ইং তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। আমি তার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি। শুধুমাত্র একবার পাওয়া গিয়েছিল। তখন অনুপস্তিত থাকার কারণ এবং পরবর্তীতে বিদ্যালয়ে আসবেন কিনা জিজ্ঞেস করা হলে কোন সদুত্তর দেননি। সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব কাজল কর ১৯-০৯- ২০২২ইং তারিখে শোকজ চিঠি পাঠালে আমি তার স্থায়ী ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করেছি। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। শোকজ চিঠি বিদ্যালয় হতে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি তাও নিয়ে যাননি।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, তিনি শারীরিক ভাবে অসুস্থ এবং সেচ্ছায় পদত্যাগ করার আবেদন করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেন।