বিশেষ প্রতিনিধিঃ এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিঃ ২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে, ২১নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় হইতে নির্বাচন শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪ টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কার্যালয়ে, বিধিমতাবেক বিকাল ৪ টায় পর নির্বাচনের ফল ঘোষিত হয়, এ সময় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন সভাপতি নির্বাচন কমিটি (ইউসিসিএ) লিঃনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সদস্য লিটন কুমার ঘোষ ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ আলী স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে সর্বোচ্চ ৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন লুৎফর রহমান রহমান পাশাপাশি তার প্রতিদ্বন্দী সভাপতি প্রার্থী আশরাফ হোসেন ২৮ ভোট পান, সহ-সভাপতি পদে রমেশ চন্দ্র বিশ্বাস ৫২ ভোট পান এবং তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ ৩৪ ভোট পান, সদস্য পদে দুইজনের মধ্যে শশাঙ্ক কুমার ৩ভোট এবং সাইফুল ইসলাম তারা ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫জন নির্বাচিত হন।