নাজিম উদ্দীন, কেশবপুর, যশোরঃ
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা ২১ নভেম্বর সকালে শহরের আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুস সালাম ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় নিহত শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুল জব্বার মোল্লা। আরো বক্তব্য রাখেন আহত পরিবারের পক্ষে খুলনা বিএল কলেজের শিক্ষার্থী সরদার তহমিন আহসান মাহিন, ছাত্র প্রতিনিধির পক্ষে কেশব উৎস সরকারি ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মুস্তাকিম আল মুনিম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগী দাস প্রমূখ।