মারুফ সরকার, রিপোর্টার :
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইসলামি বইমেলায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর’২৪) মোড়ক উম্মোচন হয়েছে ‘হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’- গ্রন্থটির।
ফিউচার বাংলাদেশ-এর চেয়ারম্যান মুফতি আহমাদুল্লাহ আব্বাস কর্তৃক রচিত গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. শহিদুল ইসলাম ফারুকী, মোঃ জিয়াউর রহমান, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মোহাঃ ফরিদুল ইসলাম নিস্তার। মুফতি মোঃ মাছউদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি হাফিজুল হক ফাইয়াজ, হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন, হাফেজ মাওলানা মুস্তায়িজ বিল্লাহ, হাফেজ ক্বারী আরিফ বিল্লাহ প্রমুখ।