বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরস্পর যোগসাজশে হত্যার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর) নিহতের স্ত্রী সীমা বেগম বাদি হয়ে ঢাকার যাত্রাবাড়ী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫০।
মামলায় সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৭১ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেল ৫ টার সময় সীমা বেগমের স্বামী পেশায় রাজমিস্ত্রী মোঃ বাবলু মৃধা ঢাকার যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডের দেশ বাংলা হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়। আহত মোঃ বাবলু মৃধা ৫১ দিন চিকিৎসা শেষে ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
মামলার বাদি সীমা বেগম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উল্লেখিত আসামিরা পরস্পর যোগসাজশে তার স্বামী বাবলু মৃধাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তার আহত স্বামী ৫১ তিন চিকিৎসা শেষে ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে তিনি তার দুই পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করছেন। এ ঘটনায় ন্যায় বিচার পেতে তিনি হত্যা মামলা দায়ের করেছেন।
যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোঃ বাবলু মৃধা নিহতের ঘটনায় তার স্ত্রী সীমা বেগম বাদি হয়ে ১৯ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য নিহত মোঃ বাবলু মৃধার বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার বেতাগী বড় গোপালদী গ্রামে।