মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় পিরোজপুর জেলা স্ট্রেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগে উদ্বোধন করে পর্যায়ক্রমে ফরিদপুরে এবং পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বছরই ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায়ে শুরু করেছি। এরপরে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চালু রাখব। সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে নিতেই সারা দেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা চাই একটি মাদক মুক্ত বাংলাদেশ এবং ক্রীড়াঙ্গান হবে তার অন্যতম একটি মাধ্যম। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। সুষ্ঠু সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে।’
পিরোজপুর জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি একদিনের খেলা অনুষ্ঠিত হবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি ম্যাচে লাল ও সবুজ দুটি হলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে।