মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ৪৬ এক্সপ্রেস বিলাসবহুল এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ওভার ব্রীজের পূর্ব পাশে আনিছ কাচঘর সংলগ্ন ৪৬ এক্সপ্রেস লিমিটেড অফিসিয়াল এসি বিলাসবহুল বাস কাউন্টার সার্ভিসের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মোঃ রুহুল আমিন, ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য, সিরাজুল ইসলাম ঢালী, আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সদস্য মোঃ আমান উল্লাহ তাজুন, ৪৬ এক্সপ্রেস এর প্রোপাইটর ও জেলা তরুন দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আহমেদ নাজিম প্রমুখ। গাড়িটি সন্ধা থেকে সরাসরি ভালুকা টু কক্সবাজার রুটে চলাচল করবে।