তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ পৌর জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ ২৩/১১/২০২৪ খ্রি: শনিবার সকাল ১০ঘটিকায় তাড়াশ ফাযিল মাদ্রাসা অডিটোরিয়ামে উক্ত শিক্ষা শিবির ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে মাওঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় এবং তাড়াশ পৌর জামাতের আমীর কাওসার হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার , সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ,চলনবিল উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুস সাত্তার,উপজেলা জামাতের আমীর খন্দকার সাকলাইন হোসেন ,উপজেলা জামাতের সেক্রেটারি শাহজাহান আলী, নায়েবে আমীর মোক্তার হোসেন, মোহাম্মদ ইউনুস আলী, সহ পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।