তানভীর আহমেদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে “সবার জন্য দৃষ্টি চাই” শ্লোগান নিয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাটের মিশন মোড়ের অরবিট চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় লালমনিরহাট প্রবীণ হিতৈষী সংঘ, লালমনিরহাট জেলা ও পৌর প্রশাসনের ব্যবস্থাপনায় এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের অসহায় ও হত দরিদ্র মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় চোখের পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের লালমনিরহাটের মিশন মোড়ের মাজেদা কমপ্লেক্সের অরবিট চক্ষু হাসপাতালে অর্ধেক মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় বলেন, এখানে হত দরিদ্র মানুষের অর্ধেক মূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। আমারও চোখের ছানির সমস্যা হয়েছিল তাই এবার এখানে চোখের ছানি ফ্যাকো অপারেশন করে সুস্থ্য আছি। চোখের দৃষ্টি শক্তি খুবই ভালো আছে।
অরবিট চক্ষু হাসপাতালের ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন বলেন, এখানে বিগত ৪বছর ধরে গ্রামের হত দরিদ্র ও অসহায় মানুষের অর্ধেক মূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে।
এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবায় উপস্থিত ছিলেন অরবিট চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ হাসান রাশিদুর রহমান, টেকনিশিয়ান শ্রী গৌরাঙ্গ চন্দ্র রায়, মোঃ আসাদুজ্জামান, অর্গানাইজার মোঃ মাজেদুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মেডিসিন শ্রী সজীব রায়, ম্যানেজার নিখিল কুমার রায় স্বপন, ডাঃ কাজী ফাইজুল কাদির পুস্প এমবিবিএস প্রমুখ। এছাড়াও লালমনিরহাট প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ইউনুস হোসেন, সহ-সভাপতি আমিনুর হায়াত বকুল, সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন, সহসাধারণ সম্পাদক একরামুল হক, সাংস্কৃতিক সম্পাদক সরোজ কুমার রায় বকুল, কোষাধ্যক্ষ হারাধন চক্রবর্তী, সদস্য কেশব চন্দ্র রায়, অতীন্দ্র নারায়ণ সিংহসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেখানে রোগীদেরকে অর্ধেক মূল্যে চিকিৎসা করানো হয়।