জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সহকারী শিক্ষক মাওলানা হামিদুল্লাহ (রহ )এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ।শনিবার (২৩ নভেম্বর) সকাল দশটায় মাদ্রাসা মাঠে এ স্মরণ সভার ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এডভোকেট রাসেল এর সঞ্চালনা,রামগড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামে সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা দাতা সদস্য আব্দুলা আল নোমান, সাবেক মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল সালাম নিজামী, আবুল কাশেম সহকারি শিক্ষক, জাহাঙ্গীর আলম সহকারি শিক্ষক, আব্দুল হাই নিজামী আরবি প্রভাষক, হুমায়ুন কবির আরবি প্রভাষক, আব্দুস সাত্তার আরবি প্রভাষক, অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও স্মরণ সভায় বক্তারা বলেন, মাওলানা আব্দুল হামিদুল্লাহ (রাহ) যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন তা তার নাজাতের জন্য বিশাল ভূমিকা রাখবে। বক্তারা তার জীবনকর্ম তুলে ধরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র ছাত্রী বৃন্দ, প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।