মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মসজিদে নববীর আদলে আইকনিক স্থাপনায় রূপান্তরিত হবে। প্রায় ৪০০ বছরের পুরোনো এই মুঘল স্থাপত্যের মূল কাঠামো সংরক্ষণ করে আধুনিক নকশায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার মসজিদ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, মুসল্লিদের প্রত্যাশা পূরণে মসজিদটিকে আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। স্থাপত্য অধিদপ্তর ইতোমধ্যে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছে। ডিসেম্বরের মধ্যে নকশা চূড়ান্ত করে আসন্ন জানুয়ারিতে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
প্রাথমিক অর্থায়নে কুয়েত চ্যারিটি ফান্ড
মসজিদের উন্নয়নে কুয়েত চ্যারিটি ফান্ড থেকে পাওয়া ১০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা হয়েছে। এই অর্থ দিয়ে উন্নয়ন কাজ শুরু হবে। প্রয়োজনে অতিরিক্ত অর্থ ইসলামিক ফাউন্ডেশন ও মন্ত্রণালয়ের তহবিল থেকে সংগ্রহ করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা।
ঐতিহাসিক ও আধুনিকতার সমন্বয়
ড. খালিদ বলেন, “মসজিদটি মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। এর মূল ভবন অবিকৃত রেখে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুসল্লিদের জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই লক্ষ্য।”
মসজিদের এই রূপান্তর শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।