স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। জনগণও দেশ পরিচালনার দায়িত্ব তার হাতে তুলে দিতে প্রস্তুত রয়েছে। ৭ নভেম্বরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিল, ৫ আগস্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চায়। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায় ধানের শীষ বিজয়ী হবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে ২৮টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন আওয়ামীলীগের কর্মীরা। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে শুভগাছা ইউনিয়ন বিএনপি'র কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন রতন এসব কথা বলেন।
শুভগাছা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজিবর, প্রধান বক্তা কাজিপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজওয়ানুর রহমান লিটন, বিশেষ বক্তা শুভগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।