গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধি,
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল চারটায় উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল যুবায়ের এর সভাপতিত্বে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় ছাত্র জনতার গণভ্যূত্থানে নিহত ধামইরহাট উপজেলার শহীদ বায়োজিদের মা বেনু আরা, স্ত্রী রিনা আক্তার, বড় ভাই কারিমুল ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্যে শহীদের পরিবার ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী সরকারের বিচারের দাবী জানায় ও সেই সাথে শহীদদের পরিবারের জন্য অন্তবর্তী সরকারসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা প্রশাসন ও আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা শহীদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। এরপর গণঅভ্যুত্থানে সকল আহত ও শহীদদের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ মো. হানজালা, আনারুল ইসলাম, মোসা. বেলী আক্তার, রুহেল হোসেন সুমন, উপজেলা জামে মসজিদের ইমাম মো. ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ, ফয়সল আহমেদ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার ও স্থানীয় সাংবাদিকগণ।
গোলজার রহমান
ধামইরহাট প্রতিনিধি