আজ ২৪ শে নভেম্বর রবিবার, নাগেরবাজার থানার উদ্যোগে সাইবার প্রতারকদের আরেকজনকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিলেন।
থানার পক্ষ থেকে জানালেন দিন দিন সাইবার পতন বেড়ে চলেছে, সরকারের পক্ষ থেকে মানুষকে বারবার সতর্ক করা সত্ত্বেও বিভিন্ন ভাবে ফাঁদে পড়ছেন। নাগেরবাজার থানার সাইবার ক্রাইম এর পক্ষ থেকে প্রতারিতদের আটজনকে, কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিলেন, নাগেরবাজার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ডিসি পি সাউথ ব্যারাকপুর অনুপম সিং সেই টাকা তুলে দেন।
সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রচারিতরা টাকা ফেরত পেয়ে খুশি, নাগেরবাজার থানা কে কৃতজ্ঞতা জানান, অল্প সময়ের মধ্যে তারা যে টাকা ফেরত পাবেন কখনোই ভাবেননি। তাই নাগেরবাজার থানাকে কুর্ণিশ জানান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে , পুলিশ আধিকারিকরা জানান, আমরা বারবার সরকারের পক্ষ থেকে সতর্ক করার চেষ্টা করি, এমনকি মাইকিং করে ঘোষণা করে থাকি, তাতেও সাধারণ মানুষ সজাগ নয়, বারবার প্রতারণা ফাঁদে পা দিচ্ছে। এবং প্রতারকরা বিভিন্ন ভাবে ফাঁদ তৈরি করছে টাকা আত্মসাৎ করার জন্য।।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, ভারত