হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন অফিসের শয়নক্ষ থেকে সংস্থাটির এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উত্তরনের রিমেল রেসপন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সবুর মলঙ্গীর(৫২) মরদেহ পাওয়া যায় অফিসের দোতলায় তার শয়ন কক্ষের খাটের ওপর। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাচরখি গ্রামের আবুল হাসেম মলঙ্গীর ছেলে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ নাদিমুজ্জামান আকাশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রবিবার বিকেল ৩ টার দিকে তার অফিসের অপর সহকর্মীরা তাকে নিজ বিছানায় মৃত অবস্থায় পান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শেখ নাদিমুজ্জামান আকাশ তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধা ৭ টার দিকে সবুর মলঙ্গীর বড় ভাই মোক্তার হোসেন মলঙ্গী ও উত্তরন অফিসের কয়েকজন কর্মকর্তা হাসপাতাল থেকে সবুর মলঙ্গীর মরদেহ বুঝে নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হন।
সবুর মলঙ্গীর মৃত্যুর বিষয়ে তার ভাই, স্ত্রী ও পরিববারের কারো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ হস্তান্তর করেন।
মৃত সবুর মলঙ্গীর স্ত্রী রুকসানা বেগম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।