মাসুদ রায়হান মনিরামপুর, যশোর, প্রতিনিধিঃ।
বণ্যায় ছোট খাট যানবহন চলাচলের অনউপযোগী খতিগ্রস্থ রাস্তা মেরামত করছেন কোনাকোলা বাজারের ব্যবসায়ী গোলক মন্ডল।
মনিরামপুর উপজেলার মনোহর পুর ভায়া মনিরামপুর সড়কের কোনাকোলা বাজারের উত্তর পার্শ বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বণ্যার কারনে দীর্ঘ প্রায় তিন মাস রাস্তার উপর দিয়ে পানি প্রবাহীত হওয়ায় পাকা রাস্তাটি পুরো নষ্ট হয়ে গেছে এবং পানি উঠার প্রায় ৫০/৬০ ফুট পাকা রাস্তা একেবারে নষ্ট হয়ে সাধারণ মানুষের ও হালকা জান বহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
কোনাকোলা বাজারের কিটনাসক ব্যবসায়ী বলেন নষ্ট রাস্তার সাথেই আমার দোকান। আমি দোকানে বসে দেখেছি যে পায়ে চালিত ভ্যান গাড়ি ও ইঞ্জিন চালিত ইজি বাইক ও ভ্যান গাড়ি এই ভাঙ্গা স্থানে এসে তারা প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।
বিষয় টি বেশ কয়েক দিন ধরে আমি অনুভব করছিলাম ভেবেছিলাম হয়তো কোন জনপ্রতিনিধি বা স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা হয়তো রাস্তা টি সংসার করে জন দুর্ভোগের নিরসন করবে। কিন্তু আয তিন মাসের ও বেশি সময় ধরে কোন ধরনের সমস্যা সমাধানের জন্য কেউ এগিয়ে না আসাতে আমি নিজ উদ্দ্যগে সাধরণ ভ্যান চালক ও ইজিভ্যান চালকদের কষ্টের কথা ভেবে নিজেই ভাঙ্গা রাস্তা হাতুড়ি পিটিয়ে কিছু টা সমান করে দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে করে তারা ভ্যান চালকরা বড়ো ধরনের কোন দুর্রঘটনার শিকার নাহয়।
ব্যবসায়ী গোলক মন্ডল বলেন আমরা প্রত্যকে যদি যার যার স্থান থেকে নিজ উদ্দ্যগে সচেতনতা হতাম মানুষের সেবায় একটু সহানুভূতিশীল হতেপারতাম তাহলে আমাদের সমাজ, দেশটা উন্নতির দিকে এগিয়ে যেত।
গোলক মন্ডল আরও বলেন ভালো কাজ করতে মানুষের উপকার করতে কোন গোষ্ঠী বা দল লাগে না নিজের ইচ্ছে শক্তি টা ও মানসিকতা থাকলে মানুষের উপকার করাযায়।