মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
"ট্রাফিক আইন মেনে চলি
যানজট মুক্ত শহর গড়ি"
এই স্লোগানকে উপজীব্য করে ময়মনসিংহ জেলার ট্রাফিক বিভাগে ৬০ জন শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ২৪ নভেম্বর ২০২৪ রবিবার ট্রাফিক সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো: আশরাফুর রহমান।
ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, এম এম মোহাইমেনুর রশীদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ছাত্র সমন্বয়কবৃন্দ।