মোঃ মাহাবুব আলম রিপোর্টার
উপজেলা কৃষক দল সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের পূর্নাঙ্গ কমিটি স্বাক্ষরিত ও ঘোষিত হয়। ১৯/১১/২০২৪ ইং
আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্বরন করতে চাই, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, তার সাথে স্বরন করতে চাই গনতন্ত্রের প্রতীক,বাংলাদেশের আস্থার প্রতীক,বাংলাদেশের সফল মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ও বাংলাদেশের আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি।
আমি শ্রদ্ধার সাথে স্বরন করছি ভোলা জেলার আইকন, ভোলা ২ আসনের আস্থা ও ভালোবাসার প্রতীক, গরীব দুখি মানুষের বন্ধু,জনাব আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, (এমপি) মহদয়ের প্রতি।আরো স্বরন করছি,বোরহানউদ্দিন উপজেলা (বি এন পির) সম্মানিত আহ্বায়ক, প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম (এমপি) মহদয়ের সহধর্মিণী জনাবা,মাফরুজা সুলতানা ম্যাডামকে।
আমি আরো শ্রদ্ধার সাথো স্বরন করতে চাই, ভোলা, বোরহানউদ্দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের থানা কমিটির সভাপতি: মোঃইউসুফ আলম চৌধুরী ও সাধারণত সম্পাদক :আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া সাহেবের প্রতি, সকলে প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম।
ভোলা,বোরহানউদ্দিন, ৭ নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাহে আলম অনু কে( সভাপতি)নুরনবী হাওলাদার কে (সাধারণ সম্পাদক) রাছেল মৌলভী( সাংগঠনিক সম্পাদক) নির্বাচিত করায় আপনাদের প্রতি রইল, দোয়াও ভালোবাসা এবং আন্তরিক মোবারক বাদ।