পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : "নারী - কন্যার সুরক্ষা করি
সহিংসতামুক্ত বিশ্ব গড়ি"- প্রতিপাদ্যকে সামনে রেখে এমজেএফ এর সহযোগিতায় এনএসএস এর আয়জনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন। কাঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ১৬ দিবস কার্যক্রমের আজকের প্রথম দিনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম কলেজের প্রভাষক মো: সাইফুর রহমান, প্রভাষক গৌতম কুমার মিত্র, CAG গ্রুপের সদস্য বিটুল শিকদার এবং শিপ্রা রানী, ক্রিয়া প্রকল্পের নারী দলের সদস্য, কিশোর-কিশোরী দলের সদস্য সহ ক্রিয়া প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
নারী নির্যাতন প্রতিরোধের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এরই প্রেক্ষিতে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধতার প্রতিশ্রুতি প্রদান উপলক্ষে উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের সম্মতি জ্ঞাপনে হাতের ছাপ প্রদান করেন।