সাভার প্রতিনিধিঃ ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচির মৃত্যু হওয়া মামলায় অভিযুক্ত রিকশা চালককে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। আটককৃত রিকশাচালকের নাম আরজু মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। তিনি সাংবাদিকদের বলেন, আমরা একজন এ মামলার অভিযুক্ রিকশা চালককে গ্রেফতার করেছি এবং তাঁকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের স্বাভাবিক কাজ করবে এবং আমরা আমাদের তদন্ত প্রতিবেদন জমা দিবো।
(জবি)বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ওই রিকশাচালকের বাসা থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওইদিন দিবাগত রাত দুইটার দিকে আশুলিয়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “আমরা পুলিশের সহায়তায়, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং আমাদের তদন্ত কমিটির তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে এই রিকশাচালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তাকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য,যে, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি।