ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার দুপুর ২ ৩০ টার সময় তিনি কবর জিয়ারত এর পর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজ দেশের একক্রান্তী লগ্নে আব্দুল্লার মত বীর সন্তানেরা জীবন দিয়ে দেশকে শ্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছ। এরা অমর হয়ে থাকবে। এদের অবদান আমরা তথা জাতি কখনো ভুলব না।তিনি আব্দুল্লার পরিবারকে সান্তনা দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে থাকব।রাষ্টও আপনাদের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন,শাশা উপজেলা বিএনপির সভাপতি খায়ুজ্জামান মধু,বিএনপি নেতা আবুল হাসান জহির,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সাধারন সম্পাদক আবু তাহের ভারত, শাশা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফিজজ্জোহা সেলিম কার্যকরি সদস্য ইমদদদুল হক ইমদা প্রমুখ।