মোঃ আব্দুল গফুর শিকদার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
২৫ই নভেম্বর রোজ সোমবার ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা কবিরের সঞ্চালনায় জসীম উদ্দিনের সভাপতিত্ব সামবেশ শুরু হয়।
সামবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার মোঃ জাকির হোসেন , কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ভোলা জেলা আমির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন বোরহানের উপজেলা আমির মাসুদুর রহমান , ভোলা জেলার ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মনপুরা উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম জসিম উপজেলা সেক্রেটারি মাওলানা নুরনবী শিবলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজি , শুরা সদস্য মাওলানা অলিউল্লাহ, মাওলানা আবু সুফিয়ান, ১ নং মনপুরা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী , মাওলানা মোঃ হারুনুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্য মাসুদুর রহমান বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। তিনি আরো বলেন এই রাষ্ট্রের সকল ধরনের দুর্নীতি মুক্ত করতে হলে বাংলাদেশ জামাতে ইসলামী আর কারো কথা সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম জসিম প্রধান অতিথি পোস্ট করুন ৪টি দাবি উপস্থাপন করেন চর কলাতলী চারো পাশে বেড়ীবাদ নির্মাণ করতে হবে ,কলাতলীতে চর টি আশ্রয় কেন্দ্রেনির্মাণ করতে হবে, ফারি থানার জন্য ভবন নির্মাণ করতে হবে, কলাতলীর জমির বন্দোবস্তের দাবি করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার মোঃ জাকির হোসেন বলেন, আপনাদের সকল দাবি পূরণ করার জন্য সাথে মহোদয়দের সাথে যোগাযোগ করে তা বাস্তব করার সর্বোচ্চ চেষ্টা করা হয় ইনশাল্লাহ।
অনুষ্ঠানে হাফেজ মাওঃ রফিকুল ইসলামের দোয়া মুনাজাতের মাধমে আনুষ্ঠান শেষ করেন।