মোমিন আলি লস্কর ও তপন কুমার দাস রায়দিঘী:-
শেখ বাহাদুরের মৃত্যুর ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে ও রায়দিঘি থানার আইসির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন সাধারণ মানুষের। কিছুদিন আগেই রায়দিঘির বোলের বাজার এলাকায় কুপিয়ে খুন করা হয় শেখ বাহাদুর কে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ কিন্তু তাদের যতপ্রযুক্ত শাস্তির ব্যবস্থা ও রায়দিঘি থানার আইসি টাকার বিনিময়ে কেস চেপে দিতে যাচ্ছে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন এমনকি পথ অবরোধ করে তারা থানা ঘেরাও কর্মসূচিও চালায়। প্রায় কয়েক হাজার পুরুষ ও মহিলা তীব্র আন্দোলন চালায়। মহিলারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে। তাদের একটাই দাবি হলো শেখ বাহাদুরের খুনি ব্যক্তিদের কে দৃষ্টান্তমূলক সম্পৃক্ত হবে। নতুবা তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন।