মোমিন আলি লস্কর জয়নগর:-জয়নগর দুই নং ব্লকের বকুল তলা থানার অন্তর্গত সাহাজাদাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পরিচালনায় এবং জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লার উদ্দগ্যে মহিলা তৃনমূল কংগ্রেস তৃনমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর সহযোগিতায় এক মহৎ রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভায় বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস, বকুলতলার থানার ওসি প্রদীপ রায়,নিমপীঠ হসপিটালে বি এম এইচ বড় ডাক্তারবাবু, জয়নগর দুই নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র হালদার ,মহিলা সভানেত্রী বর্ণালি মন্ডল ,বিমলেন্দু মন্ডল, সঞ্জয় বায়েন, অভিজিৎপুরকাইত , মনোরুউদ্দিন নাইয়া ,আজিম গায়েন ,কুতুব লস্কর, হাসান মন্ডল ,অঞ্চল ও ব্লকের সমস্ত নেতৃত্ব সহ প্রমুখ।