স ম জিয়াউর রহমান :
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ ২৫ নভেম্বর সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা শুনেছি। উনার নামে
চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।
এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় হযরতমশাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। অন্যদিকে ডিবি কার্যালয়েও গেছেন ধর্মীয় নেতারা।
তারা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছেন। এদিকে বাংলাদেশ ও আমেরিকা সহ ১০৮ টি দেশে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করবে আগামীকাল।