Riprter jakir সোমবার রাতে ১১ টার দিকে যাদুরচর এলাকার আব্দুল আজিজের বাড়ির ভাড়াটিয়া আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত আল আমিন,রংপুর জেলার গংগাচড়া থানার চওড়াপাড়া গ্রামের মৃত অহেদ আলির ছেলে।
এ বিষয়ে ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আমির হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে যুবক। তবে তদন্ত শেষে জানা যাবে এটা কি আত্মহত্যা নাকি হত্যা।