মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সুস্থ্য সংস্কৃতির শুভ্র আলোয়, দূর হয়ে যাক আধার কালো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের উদ্ভাবন সাহিত্য সংস্কৃতিক সংসদের ২৭ বছর পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর ২০২৪) সন্ধ্যা ৭ টায় শহরের শহীদ মিনারেআপনাদের আর কেউ বক্তব্য দিবেন এ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উদ্ভাবন সাহিত্য সংস্কৃতিক সংসদের পরিচালক তানভীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান জুয়েল হোসেন,সংগঠনের উপদেষ্টা জাকির আল জিয়াদ, ওমর ফারুক শাওন, বনি আমিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত অতিথি শিল্পীরা ইসলামিক গান, অভিনয় নাটিকা ও কৌতুক পরিবেশন করেন।