মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ সনাতনী জাগরণীর মুখপাত্র চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব ঐক্যের সভাপতি অমিত কুমার ঘোষ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাতক্ষীরা বিভিন্ন শ্রেণীপেশার সনাতনীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রভাষক বাসুদেব সিংহ, সাধারণ সম্পাদক উত্তম পাল, সাংগঠনিক সম্পাদক মিলন রায়, ছাত্র ঐক্যের সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ভাবে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ, অবৈধ গ্রেপ্তারের নিন্দা জানাই। এক চিন্ময়কে গ্রেপ্তার করলে লক্ষ লক্ষ চিন্ময় জন্ম হয়েছে, সকলকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি না দিলে গণ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।