মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্যদের হামলায় শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। নিহত আলিফ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাভলু জানান, ইসকন সদস্যরা আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করে। আইনজীবীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসকন নিষিদ্ধের দাবি তুলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম। এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে ইসকন কর্মীরা প্রিজনভ্যান আটকে রাখে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর ইসকন কর্মীরা গলিতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইফুল আলিফের ওপর প্রাণঘাতী হামলা চালায়।
কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, ইসকন কর্মীদের হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালত প্রাঙ্গণ এবং আশপাশে উত্তেজনা এখনও বিরাজ করছে।
এ ঘটনায় আইনজীবী সমাজ ও বিভিন্ন মহল দ্রুত বিচার দাবি করেছেন।