মোঃ সালাউদ্দিন:- সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৬ নভেম্বর মঙ্গলবার শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা কলেজ সহ উপজেলার ৯টি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিভিভন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি উৎসাহ উদ্দীপনা বাড়াতে পড়ালেখায় মনোযোগী হওয়ার আদলে খেলাধুলা, চিত্রাঙ্কন, রচনাসহ নানান প্রতিযোগিতার আয়োজন করেন সিন্দুকছড়ি জোন।
এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ির জোন কমাজার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি । গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের পদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।