1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ঝালকাঠি থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা,বিপাকে যাত্রীরা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

ঝালকাঠি থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা,বিপাকে যাত্রীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি প্রতিনিধি :
অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে ১১টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকাল থেকে
মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুত্রে জানা যায়, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বেআইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশা। এর পাশাপাশি দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাসমালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ কারণে মহাসড়কে সকালে মালিক সমিতি আগের মতো চেকপোস্ট বসালে তাতে বাধা দেন স্থানীয়রা। এর প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট ও খুলনাসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক টিপু সুলতান বলেন, ‘ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। মহাসড়কে এসব বাহন চলাচল নিষিদ্ধ। বাসমালিক সমিতির সদস্যরা এ রুটে অবৈধ চলাচলকারী যানবাহন বন্ধ করতে চেকপোস্ট বসালে এলাকাবাসী বাধা দেন। এ ঘটনার পর বিকাল ৩টার পরে অনির্দিষ্ট সময়ের জন্য ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলচল বন্ধ করে দেওয়া হয়।’
এদিকে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা।অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে তারা যাতায়াত করতে হয়।
কয়েকজন যাত্রী বলেন, ‘ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় ১১টি রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে কয়েক গুণ অতিরিক্ত টাকা লাগছে। এ রকম হয়রানি বন্ধে বাস মালিক সমিতি কার্যকর পদক্ষেপ নেবে।’

সামীর আল মাহমুদ
ঝালকাঠি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি