স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বিএনপির মতবিনিময় সভায় অপেশাদার বক্তব্য দেওয়ার গুরুতর অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব খানকে বদলি করা হয়েছে।
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে তাঁকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল। তিনি বলেন, প্রশাসনিক কারণে আহসান হাবিব খানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওসি আহসান হাবিব খান। সরফভাটা উচ্চবিদ্যালয়ে এ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সেখানে ওসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন।
সভার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, ‘যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধোলাই নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না। নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। আপনাদের এ এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ থাকলে, ঠ্যাং ভেঙে দিত। এটা যদি না পারেন, তবে আর কিছু বলার নেই। এখনো তারা কেমনে প্রকাশ্যে হাঁটে?’
ওসির ওই বক্তব্যের ৬ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, তিনি পোশাক পরা অবস্থায়ই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা পাশে ও সামনে বসে রয়েছেন। বক্তব্যের বিভিন্ন পর্যায়ে তাঁদের হাততালি দিতে দেখা যায়।
ওসি তাঁর বক্তব্যে বলেন, ‘৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তাঁর নির্দেশে ঢাকাকে ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই ছয় সেক্টরের লোকজনই নতুন করে স্বাধীন করেছে।’
ওসি আরও বলেন, রাঙ্গুনিয়া উপজেলার মাটি শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি। এখানে কোন আওয়ামী লীগের স্হান হবে না।
বদলির বিষয় নিয়ে ওসি আহসান হাবিব খানের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি রিসিভ না করায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।