কামরুল ইসলাম
ছাত্র-জনতার রক্তে আগুন লেগেছে আজ চট্টগ্রামের আদালত ভবনে নবাগত আইনজীবী সাইফুল ইসলাম (৩২) হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে লোহাগাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল । কারো ভাই কারো সন্তান সাইফুল ইসলাম এই সাইফুল ইসলাম কে হারানোর ব্যাথা বুকে নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে লোহাগাড়া বটতলী স্টেশন প্রদক্ষিণ করে। একই সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অপর একটি মিছিল বটতলী স্টেশন প্রদক্ষিণ করতে দেখা গেছে।
এসময় বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবী জানান। মিছিলকারীরা ইসকনকে নিষিদ্ধ করার দাবী ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবীও জানান। আরও জানাযায় চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দীনের ছেলে। তিনি এক কন্যা শিশু সন্তানের জনক। তিনি বর্তমানে দরবেশহাট রোডস্থ নিজস্ব বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে পুরো লোহাগাড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা আরও জানান, পাঁচ ভাই দুই বোনের মধ্যে সাইফুল তিন নম্বর সন্তান। তিন বছর আগে বিয়ে করেন তিনি। তাদের সংসারে মাসুরা ইসলাম তাসকিয়া নামে দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
তার বড় মামা মোস্তাফিজুর রহমান বলেন, সাইফুল ছোটবেলা থেকেই একজন নম্র-ভদ্র স্বভাবের ছিলো। সে ইসকন সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। পারিবারিকভাবে আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় আমরা প্রশাসনের কাছে বিচার চায়।