স ম জিয়াউর রহমান :
গতকাল ২৬ নভেম্বর ২০২৪ ইং মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীর জামিনকে কেন্দ্র তার অনুসারীদের আদালত চত্বরে হামলা ভাংচুর ও সংঘর্ষ হয়। এসময় চিন্ময় ব্রম্মচারীর অনুসারীদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অ্যাডভোকেট সাইফুল হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি’র আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এক গভীর চক্রান্তে মেতে উঠেছে পরাজিত শক্তি ও দোসররা। তারা অবিলম্বে এই ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। তারা সরকারকে দেশ বিরোধী চক্রকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় নেতৃবৃন্দ দেশে ও দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের দিকে জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তারা নিহত সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।