ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা ও উদ্ভূত সমস্যা নিরসনে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ হতে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে মঙ্গলবার বিকেলে এই সেমিনারের আয়োজন করা হয়। সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্তি পরিচালক দেবাশিস সরদার ও নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম। সেমিনারে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও নগদ লিমিটেডের কী-একাউন্ট ম্যানেজারসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাভূক্ত ২০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি সেমিনারে সভাপতিত্ব করেন।সেমিনারে বলা হয়, সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাদানে শতভাগ আন্তরিকতা ও নিরলস চেষ্ঠা থাকার পরও কিছ কিছু ক্ষেত্রে ভাতাভোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অভিযোগ পাওয়া যায় যে, ভাতাভোগীদের মোবাইলে নির্দষ্ট নগদ হিসাবে ভাতার টাকা প্রেরণ করা হয়। এই টাকা কোন কোন ক্ষেত্রে অন্যরা তুলে নেয়, ক্ষতিগ্রস্থ হন প্রকৃত ভোতাভোগী। সেমিনারে এই সমস্যার সমাধানের উপায় খোঁজে বের করার চেষ্ঠা করেন অংশগ্রহনকারীরা।
সেমিনার শেষে সমাজসেবা কার্যালয়ের আওতাভূক্ত বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।