মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
অতি বৃষ্টি আর ভবদহের কারণে যশোরের মনিরামপুর উপজেলায় সৃষ্ট বন্যায় কয়েক টি ইউনিয়ন কয়েক মাস যাবত স্থায়ী পানি বন্দী হয়ে বস বাস করছে হাজার হাজার মানুষ। এখনো পর্যান্ত মানুষের উঠানে ঘরে পানি বন্দী হয়ে আছে। দিন মজুর ও স্বল্প আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে।
বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা কিছু টা রাঘব করার জন্য দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আয ২৭/১১/২৪ বুধবার সকাল থেকে বিকাল পর্যান্ত মনিরামপুর উপজেলার ১৪ নং দৃর্বা ডাঙ্গা ইউনিয়ন পরিষদে পাঁচ শত পরিবারে দশ কেজি করে ত্রানের চাউল বিতরণ করেন।
ট্যাগ অফিসার বি এম সিদ্দিকের নেত্রিত্বে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ সিদ্দিকুর রহমানও ইউনিয়ন সচিব জানাব কোমল কান্তি হালদারের সহযোগিতায় সুষ্ঠু নিরপেক্ষ ভাবে প্রকৃত বন্যায় খতিগ্রস্থ ও গরীব অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।