নাজিম উদ্দীন, কেশবপুর, যশোরঃ
যশোরের কেশবপুরে আলোচিত অবৈধ ইট ভাটা রোমান ব্রিক্সস আজ বুধবার পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে ভেঙ্গে দেয়া হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করেই চলেছে।
বুধবার বেলা ১২টার দিকে পরিবেশ অধিদফতরের যশোরের উপ-পরিচালক ইমদাদুল হক ও খুলনা বিভাগীয় কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের উপস্থিতে অবৈধ ভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়।এসময় শত শত এলাকাবাসী জড়ো হন।আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি, আনসার, ফায়ার সার্ভিস এর সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকা বাসি ভাটার চিপনি ভাঙ্গার অনুরোধ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট
শরিফুল ইসলাম জানান, উপযুক্ত মেশিন না থাকায় চিপনি ভাঙ্গা সম্ভব হয়নি। আগামীতে সেটা ভেঙে দেয়া হবে। পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। যেখানে অবৈধ ইট ভাটা করা হবে সেখানেই অভিযান চালানো হবে।