মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ৮৬ কেজি গাঁজাসহ দু’জন আটক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বস্তার ভিতর থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করে (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিকদল। এসময় দু’জনকে হাতেনাতে আটক করলেও জড়িত আরও দু’জন পালিয়ে যায় বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক হওয়া দু’জন হলো, একই এলাকার আব্দুর রউফের ছেলে, মোঃ লালন (৪২) ও বকুলের স্ত্রী, মৃত- তাসলিমের মেয়ে, মোসাঃ সাহানাজ ওরফে টিয়া (৩৫)।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন “ক” সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আমার নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এইসব জব্দ করতে সক্ষম হই।
ইলিয়াস হোসেন তালুকদার আরও জানান জব্দকৃত আলামত সম্পর্কে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর-পরস্পরের যোগ সাজসে একত্রে গাঁজার ব্যবসার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।