মোস্তাক আহমেদ বাবু রংপুর।
রংপুর ঠাকুরগাঁয়ের সাবেক এমপিকে জেল গেটে জিজ্ঞাসা বাদের নির্দেশ। মারপিট ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম সুজননের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
২৭ নভেম্বর বুধবার সরো জমিনে গিয়ে জানা যায় : ঠাকুর- গাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ বলেন,বালিয়াডাঙ্গী থানার মারপিট ও চাঁদা -বাজির মামলায় ৩ দিনের রিমান্ড আবেদনসহ সাবেক এম, পি,সুজনকে আদালতে হাজির করা হয়। এরপর আসামীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়ের শুনানি শেষে বিচা -রক রিমান্ড নামঞ্জুর করে একদিনের জেল গেটে জিজ্ঞাসা- বাদের নির্দেশ দেন।
উল্লেখো যেঃ সাবেক এমপি সুজনের আইনজীবী ফজলে রাব্বি বলেন,এ মামলায় সব আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চয়েছে,তাই নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে,আদালত রিমান্ড বাতিল করে একদিনের জিজ্ঞাসা -বাদ করার আদেশ দেন।
এ বিষয়ে, মামলার তদন্ত কর্মকর্তা দিবাকর রায় অধিকারী বলেন,হত্যা চেষ্টা, মারপিট ও চাঁদাবাজির অভিযোগ এনে। সাবেক এমপি সুজনসহ ২৯ জনের,বিরুদ্ধে এজাহার এবং অজ্ঞাত আরো, ৫০-৬০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। আশরাফুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি।