1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরন সভা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরন সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

 

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই স্মরণসভায় জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য শহীদ মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, শহীদ হাফিজুলের পিতা আবু বকর সিকদার, শহীদ এমাদুলের মা হাসিনা বেগম, আহত শিক্ষার্থী জোবায়ের সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মুহিত, সাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির প্রমুখ।
স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। স্মরন সভায় এসময় উপস্থিত ছিলেন আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা।
এসময় নিহতদের বাবা ও মা কেঁদে কেঁদে তাদের ছেলে ও স্বজনদের সেই বিভিষীকা দিনের বণর্ণা তুলে ধরেন। তারা ফ্যসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোন ফ্যসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্যে সকলকে ঐক্যের ডাক দেন।
এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি