আজিজুল ইসলাম,পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরের নেছারাবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজের শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার(২৮-১১-২৪) সকাল ১০ টায় কলেজের হল রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের সভাপতি নাসির উদ্দীন তালুকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নেছারাবাদে উপজেলা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরুপকাঠী পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার বৈদ্য সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ সাহী সদস্য লোকমান হাকিম, হিতৈষী সদস্য মো:রুহুল আমিন, নাজিউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বাবু পীযুষ কান্তি হালদার, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মাসুম কামাল হাওলাদার,নেছারাবাদ থানার ওসি(তদন্ত) মো: মনিরুজ্জামান মনির,স্বরুপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দু উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সাবেক নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন। খেলাধুলা করলে মানুষের মন ভাল থাকে তাই পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মনোযোগী হতে হবে। এবং শিক্ষকদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে পাশাপাশি শিক্ষার্থীরা যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয় সে বিষয় নজর রাখার আহ্বান জানান।