মোঃ সালাউদ্দিন:- বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিভিভন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় (২৭ নভেম্বর) খাগড়াছড়ির গুইমারায় পার্বত্যাঞ্চল প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের জি টু আই মেজর মিয়াম সাইফুল ইসলাম ।
এসময় পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সভাপতি- সম্পাদক সহ উপস্থিত সাংবাদিকরা অতিথির সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
সাংবাদিক দের সাথে মতবিনিময় কালে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের জি টু আই মেজর মিয়াম সাইফুল ইসলাম বলেন- সাংবাদিকরা সমাজের তৃতীয় চোখ, প্রকৃত মূলধারার সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন তুলে ধরে সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক ভূমিকা পালন করছে।
পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়,সরকারও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সাংবাদিকদের পাশে সবসময় ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতপ্রকাশ করেন পার্বত্যাঞ্চল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি মোবারক হোসেন ও নিজাম উদ্দিন, দৈনিক পার্বত্য কন্ঠের সম্পাদক মোঃ শাহীন আলমসহ আরো অনেকেই।